ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৩, ১৬ ডিসেম্বর ২০২৪
প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট

আকিলবেক জাপারভ

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের প্রধানমন্ত্রী আকিলবেক জাপারভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সাদির জাপারভ।

সোমবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। 

প্রেসিডেন্ট প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জাপারভকে অন্য পদে স্থানান্তরের কারণে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

জাপারভ ২০২১ সাল থেকে কিরগিজস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।

প্রেসিডেন্ট প্রশাসন আরেকটি বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট প্রথম উপ-প্রধানমন্ত্রী আদলবেক কাসিমালিয়েভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছেন।

কিরগিজস্তান মধ‍্য এশিয়ার একটি পার্বত্য দেশ। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভের পর থেকে উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, কিরগিজস্তানের অর্থনীতি রাশিয়ায় কাজ করা লাখ লাখ অভিবাসী শ্রমিকদের কাছ থেকে পাঠানো রেমিটেন্সের উপর অনেক বেশি নির্ভর করে, যা দেশটির মোট জিডিপির এক-পঞ্চমাংশ।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়