নাইজারে সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ নিহত ৩৯
পশ্চিম আফ্রিকার নাইজারে সন্ত্রাসীদের হামলায় ৩৯ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের সবাই সাধারণ নাগরিক এবং তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সন্দেহভাজন সন্ত্রাসীরা পশ্চিম নাইজারের সংঘাত-বিধ্বস্ত সীমান্তে দুটি পৃথক হামলায় নারী ও শিশুসহ ৩৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
হামলাকারীরা কোকোরউ এবং লিবিরিতে হামলা করে এবং এতেই প্রাণহানির এ ঘটনা ঘটে। তবে সন্ত্রাসীদের এ হামলা ও প্রাণহানির ঘটনা ঠিক কবে ঘটেছে সে সম্পর্কে আরো বিশদ বিবরণ দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নাইজার, মালি ও বুরকিনা ফাসোর বেশ কিছু এলাকায় গত কয়েক বছর ধরে জঙ্গিগোষ্ঠীসহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের তৎপরতা বাড়ছে। মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত এলাকা সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদাপন্থি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।
ঢাকা/ফিরোজ