ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

প্রিয়াঙ্কার সাহসের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩৬, ১৭ ডিসেম্বর ২০২৪
প্রিয়াঙ্কার সাহসের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী

‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) সংসদে প্রবেশ করেন ভারতের বিরোধীদলীয় এমপি প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস দলের এমপির এমন সাহসের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন। তার মতে, পাকিস্তানের এমপিরা যে সাহস দেখাতে পারেননি, সেই সাহস দেখিয়েছেন প্রিয়াঙ্কা।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে পাকিস্তানের সাবেক মন্ত্রী লিখেছেন, “জওহরলাল নেহরুর মতো সুউচ্চ স্বাধীনতা সংগ্রামীর দৌহিত্রীর কাছ থেকে আমরা কী আশা করতে পারি? প্রিয়াঙ্কা গান্ধী বিরোধীদের মাঝে নিজের মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। লজ্জার বিষয় এই যে, এখনও পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টের কোনো সদস্যের এই সাহস হয়নি।”

আরো পড়ুন:

গাজায় গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের হামলার শুরু থেকেই ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরব প্রিয়াঙ্কা। ওয়ানাড়ের এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনেও ইসরায়েলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। সোমবার (১৭ ডিসেম্বর) তাকে দেখা যায় বিশেষ এক ব্যাগ কাঁধে নিয়ে সংসদে ঢুকতে। যা নজরে কাড়ে সকলের। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা ফিলিস্তিন। এর ঠিক নিচেই আঁকা রয়েছে একটি তরমুজ। যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক।

তবে ক্ষমতাসীন দল বিজেপির অভিযোগ, ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখিয়ে মেরুকরণের রাজনীতি করছেন প্রিয়াঙ্কা। তিনি আসলে মুসলিম ভোট টানার চেষ্টা করছেন। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়