বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা প্রধান জেনারেল নিহত হয়েছেন। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে আবাসিক ব্লক ছেড়ে যাচ্ছিলেন পরমাণু, জৈবিক, রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। তখন একটি স্কুটারে লুকানো ডিভাইস বিস্ফোরিত হয়। এতে তিনিসহ কিরিলোভের সহকারীও নিহত হয়েছেন।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে মস্কো।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজনস্কি প্রসপেক্টরে নিজ বাসভবনের বাইরে হত্যা করা হয়েছে।
রাশিয়ান ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা রক্তাক্ত দুটি মরদেহ দেখা গেছে।
ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে গত সোমবার কিরিলোভকে অভিযুক্ত করে কিয়েভের প্রসিকিউটররা। যদিও রুশ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে। আর এর একদিন পরই কিরিলোভের হত্যার ঘটনা ঘটলো।
ঢাকা/ফিরোজ