দামেস্কের বাইরে আরো এক গণকবর
সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবরে কয়েক হাজার মানুষের দেহাবশেষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
রাজধানী থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল-কুতাইফাহ-এর স্থানটি আল-আসাদ পরিবারের কয়েক দশক ধরে চলা শাসনের পতনের পর সারাদেশে চিহ্নিত কয়েকটি গণকবরের মধ্যে একটি। দক্ষিণ সিরিয়াতেও ১২টি গণকবর আবিষ্কৃত হয়েছে। একটি স্থানে নারী ও শিশুসহ ২২টি মৃতদেহ পাওয়া গেছে।
আল-আসাদ এবং তার বাবা হাফিজের বিরুদ্ধে দেশের কুখ্যাত কারাগার প্রতিষ্ঠা এবং বিচারবহির্ভূতভাবে কয়েক হাজার মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গণহত্যা স্টাডিজের অধ্যাপক উগুর উমিত উঙ্গর আল জাজিরাকে জানিয়েছেন, আল-কুতায়ফাহতে ‘কেন্দ্রীভূত গণকবর’ আবিষ্কার ‘আসাদ সরকারের হত্যা যন্ত্রের প্রতিফলন।’
তিনি বলেন, “ঠিক কতগুলো গণকবর রয়েছে তার প্রকৃত সংখ্যা আসাদ সরকারের আর্কাইভগুলোতে পাওয়া যায়। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেগুলোপেশাদার উপায়ে পরিচালনা করা হয়েছে।”
ঢাকা/শাহেদ