কুয়েতে তাপমাত্রা শূন্যের নিচে
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। মঙ্গলবার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
কুয়েতের আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, গ্রামীন ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। সোমবার থেকে দেশের সর্বত্র মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দেশজুড়ে তীব্র শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে।
কুয়েতের আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী জানিয়েছেন, দেশটির আবহাওয়া এখন বর্ধিত উচ্চচাপ ব্যবস্থার মধ্যে রয়েছে। এই উচ্চচাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের ওপরের স্তরের শীতলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথস্ক্রিয়ার ফলাফল। অন্তত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।
কুয়েত জুড়ে আবহাওয়া স্টেশনগুলো হিমাঙ্কের অবস্থা রেকর্ড করেছে: সালমি স্টেশনে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস, আবদালিতে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষি এলাকা ও মরুভূমিতে তুষারপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা/শাহেদ