ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

ভিয়েতনামে ক্যাফেতে অগ্নিসংযোগ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৩১, ১৯ ডিসেম্বর ২০২৪
ভিয়েতনামে ক্যাফেতে অগ্নিসংযোগ, নিহত ১১

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

হ্যানয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্টাফের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে ওই ব্যক্তি তিনতলা বিশিষ্ট ক্যাফের গ্রাউন্ড ফ্লোরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। বুধবার রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পুলিশের কাছে এরই মধ্যে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি।

রাষ্ট্রীয় তিয়েন ফং সংবাদপত্র জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ৫০ এর মতো। জনপ্রিয় ক্যাফেটির কর্মচারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার আগে ওই ব্যক্তি সেখানে বিয়ার পান করার জন্য গিয়েছিল। পরে সে পেট্রোল কিনে আনে ও মোটরসাইকেল রাখার জায়গাটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে মোটরসাইকেলগুলো বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আগুনের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে উপস্থিত কেউ উদ্ধার কাজে অংশ নিতে সাহস পাননি। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, ভবনটির বারান্দাগুলো লোহার কাঠি দিয়ে আটকানো ছিল, যার কারণে বের হয়ে আসা ছিল কঠিন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহতদের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়