দুর্নীতির অভিযোগ: টিউলিপের ওপর আস্থা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পরেও তার ওপর ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমারের আস্থা আছে। বৃহস্পতিবার বিবিসি ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের আর্থিক বাজারে দুর্নীতি মোকাবেলার দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ২০১৩ সালে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তিতে মধ্যস্থতার অভিযোগ উঠেছে। অভিযোগটি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি বিস্তৃত তদন্তের অংশ। বাংলাদেশের রাজনীতিবিদ ববি হাজ্জাজের একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই তদন্ত করা হয়েছে। টিউলিপের মা শেখ রেহানা সিদ্দিকসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক।
বিবিসি আদালতের নথির বরাত দিয়ে জানিয়েছে,টিউলিপের বিরুদ্ধে ববি হাজ্জাজের অভিযোগ, রুশ সরকারের সাথে ১০ বিলিয়ন পাউন্ডের রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প নির্মাণের জন্য বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যস্থতা ও সমন্বয়ের কাজটি করেছেন লেবার পার্টির মন্ত্রী। এই চুক্তির ফলে প্রকল্পের মূল্য বেড়েছে ১০০ কোটি পাউন্ড। এর ৩০ শতাংশ টিউলিপ ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে ভাগ হয়েছে।
বৃহস্পতিবার টিউলিপ সিদ্দিকের অভিযোগের বিষয়ে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী স্যারকিয়ার স্টারমার সিদ্দিকের উপর আস্থা রেখেছেন এবং তিনি দুর্নীতিবিরোধী প্রচেষ্টার মন্ত্রী হিসাবে তার দায়িত্ব অব্যাহত রাখবেন।
প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্রের মতে, সিদ্দিক অর্থ আত্মসাতে “জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।”
মুখপাত্র আরো জানিয়েছেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক সিদ্ধান্ত থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।
ঢাকা/শাহেদ