শাটডাউন এড়াতে সক্ষম হলো যুক্তরাষ্ট্র
শেষ পর্যন্ত সরকারি ব্যয় অব্যাহত রাখার বিল পাসের মাধ্যমে শাটডাউন এড়াতে সক্ষম হলো যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন কংগ্রেস শুক্রবার মধ্যরাতে ব্যয়ের আইনটি পাস করেছে।
মধ্যরাতে মেয়াদ শেষ হওয়ার ৩৮ মিনিট পর সরকারি তহবিল অব্যাহত রাখতে ৮৫-১১ ভোটে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত সিনেট বিলটি পাস করে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত একটি রাষ্ট্রীয় অর্থ বিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়নি। এর ফলে শনিবার থেকে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। শাটডাউনে পড়লে কিছু জরুরি সেবা বাদে অন্যান্য সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যেত। এতে অনেক সরকারিকর্মীর বেতনও পর্যন্ত বন্ধ যাওয়ার আশঙ্কা ছিল।
বিলটি এখন হোয়াইট হাউসে পাঠানো হবে। প্রেসিডেন্ট জো বাইডেন এটি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
বিলটির বিপক্ষে ডেমোক্রেটদের যুক্তি ছিল, এই বিলে এমন কিছু ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে যেটি পাশ হলে মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি ঋণের ফাঁদে পড়বে। বিলটি সরকারি তহবিলকে কেন্দ্রীয় সরকারের ঋণের সীমার দুই বছরের স্থগিতাদেশের সাথে সংযুক্ত করবে। এটি নির্ধারণ করে যে সরকার তার বিল পরিশোধ করতে কী পরিমাণ ঋণ নিতে পারে। এছাড়া অতিরিক্ত ঋণ ধনীদের কর ছাড়ের জন্য ব্যবহার করা হবে।
শেষ পর্যন্ত শুক্রবার বিলটি সংশোধন করে কংগ্রেসে উত্থাপন করা হয়।
ঢাকা/শাহেদ