ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুরস্কে হাসপাতাল ভবনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ২২ ডিসেম্বর ২০২৪  
তুরস্কে হাসপাতাল ভবনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

দক্ষিণ-পশ্চিম তুরস্কে হাসপাতাল ভবনের সাথে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে উড্ডয়ন করছিল। এতে দুই পাইলট, একজন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসা কর্মী ছিল।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করে মাটিতে বিধ্বস্ত হয়। ভবনের ভিতরে বা মাটিতে কেউ আহত হয়নি। ঘন কুয়াশার সময় দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে দুর্ঘটনার ধ্বংসাবশেষ হাসপাতাল ভবনের বাইরের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়