তুরস্কে অস্ত্রের কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত চার জন। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
স্থানীয় মেয়রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামে অবস্থিত ওই কারখানায় স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, জরুরি সেবার দলগুলো পরিস্থিতি মোকাবিলা করতে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য দ্রুত কাজ করছে।
বালিকেসিরের মেয়র আহমেত আকিন বলেছেন, বিস্ফোরণের পরে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কারখানাটি ২০১৪ সালে চালু করা হয়েছিল। সেখানে হালকা অস্ত্রের জন্য গোলাবারুদ তৈরি হতো। ঠিক কী কারণে কারখানাটিতে বিস্ফোরণ হয়েছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ টুঙ্ক এক্স-পোস্টে বলেছেন, কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ সম্পর্কে পূর্ণ তদন্ত শুরু করেছে।
ঢাকা/ফিরোজ