ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

এলএনজি সরবরাহকারী ৭ প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোসহ ১৬ প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ২৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৭, ২৪ ডিসেম্বর ২০২৪
এলএনজি সরবরাহকারী ৭ প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোসহ ১৬ প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ২০১০ সাল থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। বিভিন্ন দেশের ২৩টি প্রতিষ্ঠান আন্তর্জাতিক কোটেশনে অংশ নিয়ে প্রয়োজনীয় এলএনজি সরবরাহ করছে।

পেট্রোবাংলার সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টি প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোসহ ১৬টি প্রতিষ্ঠানের তালিকা এবং এলএসপি সফটওয়্যার ব্যবহার করে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮’-এর বিধি-৮৫ অনুযায়ী স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নিচ্ছে।

এ সংক্রান্ত একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের জন্য কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে দেশীয় উৎপাদিত গ্যাসের পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে জিটুজি ভিত্তিতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি কেনা হচ্ছে। এছাড়া স্পট মার্কেট থেকে চাহিদার আলোকে এলএনজি ক্রয়ের কার্যক্রম ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ এর আওতায় সম্পন্ন করা হতো।

সূত্র জানায়, গত ১৮ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ আইনের অধীন চলমান সব ধরনের নেগোসিয়েশন, প্রকল্প বাছাই/প্রক্রিয়াকরণ এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে মর্মে নির্দেশনা দেওয়া হয়।

ফলে স্পট মার্কেট থেকে পিপিআর-২০০৮ অনুসরণে এলএনজি ক্রয়ের বিষয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) আদর্শ ক্রয় দলিল পিজি-৬ প্রণয়ন না হওয়া পর্যন্ত পেট্রোবাংলা কর্তৃক প্রণয়নকৃত এমএসপিএ স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের তালিকা এবং এলএসপি সফটওয়্যারের মাধ্যমে 'পিপিআর-২০০৮-এর বিধি-৮৫ অনুযায়ী আন্তর্জাতিক ক্রয়ে কোটেশন দেওয়ার অনুরোধ জ্ঞাপন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়।

সূত্র জানায়, পিপিআর-২০০৮ এর বিধি-৮৫ অনুযায়ী আন্তর্জাতিক ক্রয়ে কোটেশন দেওয়ার অনুরোধ জ্ঞাপন পদ্ধতি অনুসরণ করে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো নতুন তালিকা সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত স্পট মার্কেট হতে এলএনজি ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান তালিকার মেয়াদ উত্তীর্ণ প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোসহ বিদ্যমান এমএসপি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো তালিকা ও এলএসপি সফটওয়্যারের ব্যবহারের বিষয়ে পেট্র্রোবাংলা থেকে চিঠি পাঠিয়েছে।

পিপিআর-২০০৮ এর বিধি-৮৫ অনুযায়ী সম্ভাব্য সরবরাহকারীদের একটি তালিকা  তৈরির জন্য বিপিপিএ কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ডক্যুমেন্ট ফর এনলিস্টমেন্ট (এসএডিইআই) অনুযায়ী গত ১০ নভেম্বর ইনভাইটেশন ফর এনলিস্টমেন্ট (আইএফই) এর নোটিশ ৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়।

এছাড়া নোটিশটি আরপিজিসিএল, পেট্রোবাংলা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং প্ল্যাটস এসঅ্যান্ডপি গ্লোবালের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আইএফই এর আবেদন দাখিলের শেষ দিন গত ১ ডিসেম্বও পর্যন্ত মোট ৩৪টি প্রতিষ্ঠান আবেদন করে। তালিকাভুক্তিকরণ কমিটির মূল্যায়নে ৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে মূল্যায়নের শর্তাবলি পূরণ করায় ২৭টি প্রতিষ্ঠান উত্তীর্ণ হয় (২২ প্রতিষ্ঠান সরাসরি ও ৫টি প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে) এবং ৭টি প্রতিষ্ঠান মূল্যায়নের শর্তাবলি পূরণ না করায় অনুত্তীর্ণ হয়।

সূত্র জনায়, বিপিপিএর প্রণয়নকৃত আন্তর্জাতিক কোটেশনের জন্য আদর্শ দলিল (পিজি-৬) গত ১৫ ডিসেম্বর প্রাপ্ত হয়ে তালিকাভুক্তিকরণ কমিটির মূল্যায়নে উত্তীর্ণ ২৭টি প্রতিষ্ঠানের কাছে গত ১৮ ডিসেম্বর ড্রাফট এমএসপিএ পাঠানো হয়। ২৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাপ্ত মতামতের মধ্যে গ্রহণযোগ্য মতামতের আলোকে আইন ও সংসদ বিষয়ক বিভাগ এমএসপিএ চূড়ান্ত করে উত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সম্মতি গ্রহণ করা হবে।

লেজিসলেটিভ বিভাগ থেকে ডেটিং গ্রহণ করে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের আলোকে প্রতিষ্ঠানগুলোর এমএসপিএ স্বাক্ষর করা হবে। সে হিসেবে নতুন তালিকাভুক্তি সম্পন্ন হতে আনুমানিক ৪৫ দিন প্রয়োজন।

সূত্র জানায়, দেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ৫৬টি কার্গো এবং স্পট মার্কেট থেকে ৫৯টি কার্গো আমদানির বিষয়ে জ্বালানি ও খনিজ বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়। বিপিপিএ কর্তৃক প্রণয়ন করা বিজি-৬ অনুযায়ী পরবর্তী কার্যক্রম অনুসরণ করে তালিকা প্রস্তুত সম্পন্ন করা সময় সাপেক্ষ বিবেচনায় জানুয়ারি ২০২৫ এবং ফেব্রুয়ারি ২০২৫ মাসে আমদানিতব্য এলএনজি কার্গোসমূহের জন্য দর প্রস্তাব আহ্বান করা প্রয়োজন।

উল্লেখ্য, এমএসপিএ স্বাক্ষরিত ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ ১৭ ডিসেম্বর এবং ৬টি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ আগামী ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি উত্তীর্ণ হবে।

সূত্র জানায়, এমএসপিএ স্বাক্ষরকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টি প্রতিষ্ঠান এমএসপিএ স্বাক্ষরের পর থেকে এখন পর্যন্ত কোন দরপত্রে অংশ নেয়নি বিধায় তাদের মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে হয় না। অন্যদিকে, স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য সরবরাহকারীদের নতুন তালিকা সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত বিভিন্ন সময়ে আহ্বানকৃত দরপত্রে অংশগ্রহণকারী অবশিষ্ট ৭টি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার স্বাক্ষরিত এমএসপিএর মেয়াদ ২০২৫ সালের মার্চ পর্যন্ত বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ফলে পেট্রোবাংলার সঙ্গে এমএসপিএ স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের (মেয়াদ উত্তীর্ণ-৭টি এবং বিদ্যমান অবশিষ্ট-১টি) তালিকা এবং এলএসপি সফটওয়্যার-এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রয়ে কোটেশন দেওয়ার অনুরোধ বিদ্যমান পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানিসহ ৭টি প্রতিষ্ঠানের এমএসপিএর মেয়াদ ২০২৫ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

ঢাকা/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়