ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সিরিয়ায় ক্রিসমাস ট্রি পোড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২৪ ডিসেম্বর ২০২৪  
সিরিয়ায় ক্রিসমাস ট্রি পোড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

সিরিয়ায় ক্রিসমাস ট্রি পোড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। মঙ্গলবার নতুন ইসলামপন্থী কর্তৃপক্ষকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মধ্য সিরিয়ার খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর সুকাইলাবিয়ার প্রধান চত্বরে গাছটিতে আগুন লাগানো হয়েছে। ওই সময় এর চারপাশে মুখোশধারী লোক ছিল।

এর প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী দামেস্ক এবং হামা প্রদেশের সুকাইলাবিয়াহসহ সারা দেশে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

এইচটিএস প্রতিনিধিরা সিরিয়ায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হটানো ইসলামপন্থী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) জানিয়েছে, এই ঘটনার জন্য বিদেশি যোদ্ধাদের আটক করা হয়েছে।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়