ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:৫৮, ২৫ ডিসেম্বর ২০২৪
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

কাজাখস্তানে আজারবাইজান এয়ারলান্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এত বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানে আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়। বিমানটিতে ১০৫ জন যাত্রী ও পাঁচ জন ক্রু ছিলেন।

দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়