ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫৮, ২৫ ডিসেম্বর ২০২৪
কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় নিহত ৩৫

কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে ৩৫ জন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরআইএ নভোস্তি বুধবার কাজাখ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানে আকতাউ শহরের কাছে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়। বিমানটিতে ৬২ জন যাত্রী ও পাঁচ জন ক্রু ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ৩২ জন বেঁচে গেছে। 

কাজাখস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।

রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স মেডিকেল কর্মীদের উদ্ধৃত করে জানিয়েছে, চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে জরুরী কর্মীরা জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়ন অনুসারে উভয় পাইলটই দুর্ঘটনায় মারা গেছেন।

কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে আজারবাইজানের ৩৭ জন, কাজাখস্তানের ছয়জন, কিরগিজস্তানের তিনজন এবং রাশিয়ার ১৬ জন নাগরিক ছিল।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়