ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থতার জন্য পরস্পরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৫২, ২৫ ডিসেম্বর ২০২৪
যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থতার জন্য পরস্পরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য পরস্পরকে দোষারোপ করেছে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হামাস অভিযোগ করেছে, যুদ্ধবিরতির জন্য ইসরায়েল আরো শর্ত দিয়েছে।

 অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাস সমঝোতা থেকে ফিরে গেছে।

হামাস বলেছে, “দখল প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দি এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন সম্পর্কিত নতুন শর্ত যুক্ত করেছে, যা চুক্তিতে পৌঁছাতে বিলম্ব করেছে।”

হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির জন্য নমনীয়তা দেখাচ্ছে।

নেতানিয়াহু বিবৃতিতে পাল্টা জবাব দিয়েছেন, “সন্ত্রাসী সংগঠন হামাস মিথ্যা বলে চলেছে, ইতিমধ্যে পৌঁছে যাওয়া বোঝাপড়া থেকে সরে আসছে এবং আলোচনায় অসুবিধা সৃষ্টি করে চলেছে।”

প্রসঙ্গত, ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েলি হামলায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। কাতার ও মিশর মধ্যস্থতায় একাধিকার যুদ্ধবিরতি চুক্তির উদ্যোগ নেওয়া হলেও প্রতিবারই নানা অজুহাত দেখিয়ে তা প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়