আসাদের স্ত্রী আসমা লিউকেমিয়ায় আক্রান্ত
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আসাদ লিউকেমিয়ায় (রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার) আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, তার বাঁচা-মরার সম্ভবনা ৫০-৫০।
বৃহস্পিতবার (২৬ ডিসেম্বর) ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা বলা হয়েছে, আসমা আসাদ এর আগে ২০১৯ সালে স্তন ক্যান্সারের আক্রান্ত হয়েছিলেন। এক বছর চিকিৎসার পর তিনি নিজেকে ক্যান্সারমুক্ত ঘোষণা করেছিলেন। কিন্তু তার শরীরে আবার ক্যান্সার ফিরে এসেছে। গত মে মাসে আসমার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে।
ব্রিটিশ বংশোদ্ভূত সাবেক ফার্স্ট লেডিকে সংক্রমণের ঝুঁকি কমাতে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।
১৯৭৫ সালে লন্ডনের একটি সিরিয়ান পরিবারে জন্মগ্রহণকারী আসমা আল-আসাদের দ্বৈত ব্রিটিশ-সিরিয়ান নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। আসমা ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে বিয়ে করেন। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে: হাফেজ, জেইন এবং করিম।
সিরিয়ার বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। কিছু সংবাদমাধ্যমের খবর বলছে, আসমা ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন, কারণ তিনি মস্কোতে তার জীবন নিয়ে ‘অসন্তুষ্ট’। তবে, ক্রেমলিন এই প্রতিবেদনগুলোকে প্রত্যাখ্যান করে বলেছে, “এগুলো বাস্তবতার সঙ্গে মেলে না।”
দুই সপ্তাহ আগে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীরা প্রেসিডেন্ট আসাদকে উৎখাত করে। আসাদ ও তার পরিবার পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়। স্বামীর সঙ্গে এখন রাশিয়ায় অবস্থান করছেন আসমা।
ঢাকা/ফিরোজ