ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:০১, ২৮ ডিসেম্বর ২০২৪
মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

প্রতীকী ছবি

মরক্কো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে নৌকাটি ডুবে গেছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) তুুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মালিয়ান সরকার জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর মরক্কোর আঞ্চলিক জলসীমার উপকূলীয় অঞ্চলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ২৫ মালিয়ানসহ অন্তত ৬৯ অভিবাসী মারা গেছেন। তাদের মধ্যে ২৩ মালিয়ান অভিবাসী রয়েছেন।

মালিয়ান মন্ত্রী মোসা এগ আত্তাহের এক বিবৃতিতে বলেন, “অভিবাসীবাহী একটি নৌকাডুবি ঘটেছে। এতে মালিয়ানসহ কয়েকজন নিহত হয়েছেন। দুর্ভাগ্যবশত নিহতদের মধ্যে ২৫ জন তরুণ মালিয়ানকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বেঁচে ফেরাদের মধ্যে ১১ মালিয়ান রয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিপজ্জনক আটলান্টিক অভিবাসন রুটে ২০২৪ সালে ট্র্যাফিক এবং প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 

সরকারি তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, ৪১ হাজার ৪২৫ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে, যা গত বছরের রেকর্ড ৩৯ হাজার ৯৯০ ছাড়িয়ে গেছে।

মালি, সেনেগাল এবং গাম্বিয়াসহ পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীরা প্রায়শই এই রুটটি ব্যবহার করে, যারা সাহেল অঞ্চলের কৃষিতে দ্বন্দ্ব, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে ঝুঁকিপূর্ণ পথে দেশ ছাড়ছে।

রেড ক্রস জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শুক্রবার ছয়টি নৌকায় করে আসা ৩০০ জনের মধ্যে একজন অভিবাসী মারা গেছে।

রেড ক্রস এ সপ্তাহে প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ২০২৪ সালে আফ্রিকার আটলান্টিক উপকূল থেকে স্প্যানিশ দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে সাগরে ৯ হাজার ৭৫৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়