ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৩, ২৮ ডিসেম্বর ২০২৪
টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ ডিসেম্বর) আদালতে একটি আইনি আবেদন জমা দেন তার আইনজীবী। খবর সিনহুয়া নিউজের।

বাইডেন প্রশাসন কর্তৃক উত্থাপিত আইন অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, অন্যথায় দেশটিতে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। 

কিন্তু ট্রাম্প আইনটি স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। আদালতে ট্রাম্পের আইনজীবীর আবেদন নথিতে বলা হয়েছে, “ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞার বিরোধিতা করেন এবং আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরে রাজনৈতিক উপায়ে সমস্যাটির সমাধান করার আশা করেন। ট্রাম্প আলোচনায় দক্ষ এবং আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর রাজনৈতিক ইচ্ছা রয়েছে।”

আরো পড়ুন:

ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি টিকটককে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারেন।

গত রবিবার অ্যারিজোনার ফিনিক্সে রক্ষণশীল সংস্থা টার্নিং পয়েন্ট ইউএসএ আয়োজিত একটি অনুষ্ঠানে ট্রাম্প টিকটককে অন্তত কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পক্ষে কথা বলেন।ট্রাম্পের এই মন্তব্য এখন পর্যন্ত মার্কিন বাজার থেকে টিকটক নিষিদ্ধের বিপক্ষে অন্যতম শক্তিশালী সংকেত বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় টিকটকে কোটি কোটি ভিউ পেয়েছিলেন ট্রাম্প।

চলতি বছরের এপ্রিল মাসে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটককে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জন্য ‘উদ্বেগ’ ঘোষণা করে একটি আইন প্রণয়ন করেন। যেখানে বলা হয়, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে ২৭০ দিনের মধ্যে (১৮ জানুয়ারি, ২০১৫) যুক্তরাষ্ট্রের কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, অন্যথায় দেশটিতে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। 

মে মাসে, টিকটক কর্তৃপক্ষ সম্ভাব্য নিষেধাজ্ঞাটি অসাংবিধানিক দাবি করে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করে। চলতি ডিসেম্বর মাসের শুরুর দিকে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন আপিল আদালত টিকটকের আবেদনটি খারিজ করে দেন। 

গত ১৬ ডিসেম্বর, টিকটক এবং এর মূল কোম্পানি বাইটড্যান্স মার্কিন সুপ্রিম কোর্টের কাছে আইনটি সাময়িকভাবে স্থগিত রাখার জন্য আবেদন করেছে। টিকটক কর্তৃপক্ষ তাদের আবেদনে যুক্তি দিয়েছে যে, সম্ভাব্য নিষেধাজ্ঞা নতুন মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের আগের দিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রচারণা প্ল্যাটফর্মগুলোর একটিকে বন্ধ করে দেবে। এতে বহু মার্কিন নাগরিক যারা রাজনীতি, বাণিজ্য, শিল্পকলা এবং অন্যান্য বিষয়ে যোগাযোগ করতে প্ল্যাটফর্মটি ব্যবহার করে তাদের কন্ঠ নীরব হয়ে যাবে।

মার্কিন সুপ্রিম কোর্ট আগামী ১৮ ডিসেম্বর টিকটকের অনুরোধ পর্যালোচনা করতে সম্মত হয়েছে। তবে সুপ্রিম কোর্ট যদি আগামী মাসের শুনানিতে তাদের পক্ষে আদেশ না দেন, অ্যাপটি ১৯ জানুয়ারি থেকে, অর্থাৎ ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার এক দিন আগে যুক্তরাষ্ট্রে আক্ষরিক অর্থেই নিষিদ্ধ হয়ে যাবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়