ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

গবেষণার জন্য আবার চাঁদের মাটি দেবে চীনা মহাকাশ প্রশাসন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৪, ২৯ ডিসেম্বর ২০২৪
গবেষণার জন্য আবার চাঁদের মাটি দেবে চীনা মহাকাশ প্রশাসন

চীনের মহাকাশ সংস্থা তাদের অষ্টম দফার চন্দ্র নমুনা গবেষণা আবেদন অনুমোদনের তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী ছাং’এ-৫ এবং ছাং’এ-৬ অভিযানের মাধ্যমে সংগ্রহ করা চাঁদের নমুনা গবেষণার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ধার দেওয়া হবে।

চীন জাতীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) লুনার এক্সপ্লোরেশন অ্যান্ড স্পেস ইঞ্জিনিয়ারিং সেন্টার জানিয়েছে, মোট ৮ হাজার ৫৫০ দশমিক ৪ মিলিগ্রাম চন্দ্র নমুনা ১৬টি গবেষণা প্রতিষ্ঠানের ১৮ জন গবেষকের কাছে পাঠানো হবে। গবেষণা শেষে এগুলো আবার মহাকাশ প্রশাসনের কাছে ফেরত দিতে হবে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস (বেইজিং), হংকং বিশ্ববিদ্যালয়, ম্যাকাও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বেইহাং বিশ্ববিদ্যালয় এবং উহান বিশ্ববিদ্যালয়।

আরো পড়ুন:

ছাং’এ-৬ অভিযানে চাঁদের দূরবর্তী দিক থেকে প্রথমবারের মতো ১,৯৩৫.৩ গ্রাম নমুনা সংগ্রহ করা হয়। এর আগে ছাং’এ-৫ অভিযানে চাঁদের ১,৭৩১ গ্রাম নমুনা সংগ্রহ করা হয়েছিল।

মহাকাশ সংস্থার উপপরিচালক ক্য পিং জানিয়েছেন, চীন একটি উন্মুক্ত ও ইতিবাচক মনোভাব বজায় রেখে বৈশ্বিক বিজ্ঞানীদের এই গবেষণায় অংশগ্রহণের জন্য আবেদন করতে স্বাগত জানায়।

ঢাকা/হাসান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়