ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

রাশিয়া গুলি করে বিমান ভূপাতিত করেছে: আজারবাইজানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৯ ডিসেম্বর ২০২৪  
রাশিয়া গুলি করে বিমান ভূপাতিত করেছে: আজারবাইজানের প্রেসিডেন্ট

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছেন, গত সপ্তাহে ভুলবশত রাশিয়ার হামলায় যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছিল। রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেছেন।

বুধবার আজারবাইজান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আকতাউ শহরের অদূরে বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন আরোহী নিহত হন। বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে যাচ্ছিল। প্রাথমিকভাবে জানানো হয়েছিল,রাশিয়ার হামলায় বিমানটি বিধ্বস্ত হয়। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গেলে ‘ভুলবশত’ যাত্রীবাহী ওই বিমান ভূপাতিত হয়।

রাশিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট আলিয়েভ বলেছেন, “আমাদের বিমানটি দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হয়েছে। দুর্ভাগ্যবশত, প্রথম তিন দিনে আমরা রাশিয়ার কাছ থেকে শুধুমাত্র অযৌক্তিক বক্তব্য শুনেছি।”

দুর্ঘটনার পরপর রাশিয়া দাবি করেছিল,  পাখির আঘাতে বা এক ধরণের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

আজারবাইজানীয় নেতা, “আমরা বিষয়টি ধামাচাপা দেওয়ার সুস্পষ্ট প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি।”

আলিয়েভ জানিয়েছেন, তিনি চান যে রাশিয়া বিমানটি ভূপাতিত করার জন্য দোষী স্বীকার করুক এবং দায়ীদের শাস্তি দিক।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়