আতশবাজি পুড়িয়ে অস্ট্রেলিয়ায় নববর্ষ উদযাপন
বিদায়ী বছরের মধ্যরাত অতিক্রম করেছে অস্ট্রেলিয়ায়। সিডনির বিখ্যাত হারবার ব্রিজে আতশাবাজি পুড়িয়ে ২০২৫ সালের প্রথম প্রহরে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টার কয়েক মিনিট আগে সিডনি হারবার ব্রিজে কাউন্টডাউন শুরু হয়ে যায়। কয়েক লাখ লোক সিডনি হারবার ব্রিজে এ সময় অপেক্ষা করছিল।
মধ্যরাত্রি হওয়ার সাথে সাথে শহরজুড়ে মিউজিক বেজে ওঠে এবং আতশবাজি পোড়ানো শুরু হয়।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিডনির বন্দর উপকূলে নববর্ষ উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন। বিগত বছরগুলোর তুলনায় এবারের উৎসব হবে সবচেয়ে মুগ্ধকর, আকর্ষণীয় ও বিস্ময়কর। যারা এটি দেখবেন তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। এবার সিডনি হারবার ব্রিজের পশ্চিম দিকে ৮০টি নতুন অবস্থান থেকে আতশবাজি প্রক্ষেপণ শুরু হবে।
ঢাকা/শাহেদ