ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ যুগের অবসান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৪
ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ যুগের অবসান

ইউক্রেনের মাধ্যমে ইউরোপে রাশিয়ান গ্যাস সরবরাহ যুগের অবসান ঘটেছে। নতুন বছরের শুরুতেই ইউরোপীয় গ্যাস বাজারে মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা নামলো। 

ইউরোপে রাশিয়ার প্রাচীনতম গ্যাস রপ্তানির রুট ছিল ইউক্রেন। সোভিয়েত আমলে নির্মিত একটি পাইপলাইন দিয়ে এই গ্যাস সরবরাহ করা হতো। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পাঁচ বছরের ট্রানজিট চুক্তির মেয়াদ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর মঙ্গলবার যে তথ্য সরবরাহ করেছে, তাতে দেখা গেছে, রাশিয়া পহেলা জানুয়ারি থেকে কোনো গ্যাস প্রবাহের অনুরোধ জানায়নি।

ইউরোপীয় ইউনিয়ন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর বিকল্প গ্যাসের উত্স খোঁজার মাধ্যমে রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা ব্যাপকভাবে হ্রাস করে। রাশিয়ার গ্যাসের অবশিষ্ট ক্রেতা, যেমন-স্লোভাকিয়া ও অস্ট্রিয়া বিকল্প সরবরাহের ব্যবস্থা করেছে।

একসময় বিশ্বের বৃহত্তম গ্যাস রপ্তানিকারক ছিল রাশিয়া। দেশটির গ্যাস সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান গ্যাজপ্রম শুধুমাত্র ২০২৩ সালে ৭০০ কোটি ডলার লোকসান রেকর্ড করেছে, যা  ১৯৯৯ সালের পর প্রথম বার্ষিক ক্ষতি।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়