ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১ জানুয়ারি ২০২৫  
মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি হুতিদের

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন

ইয়েমেনে আরো একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা মধ্য মারিব গভর্নরেটের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। 

বুধবার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইয়েমেনে প্রায় ৩ কোটি ডলার মূল্যের মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হওয়ার সর্বশেষ ঘটনা এটি। হুতি বিদ্রোহীরা আগের মতোই তাদের দাবির স্বপক্ষে কোনো ছবি বা ভিডিও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। যদিও এ ধরনের ফুটেজ গোষ্ঠীটির টেলিভিশন চ্যানেলে পরবর্তীতে প্রচার করা হতে পারে।

আরো পড়ুন:

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, ড্রোনটি স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়েছে।  

এর আগে, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছিল, তারা সোমবার ও মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় অঞ্চলে হুতি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে।সেন্টকম বলেছে, হামলার সময় মার্কিন কর্মীদের কোনো আঘাত বা সরঞ্জামের ক্ষতি হয়নি।

সেন্টকম বিবৃতিতে একটি রিপার ড্রোন হারানোর কোনো তথ্য উল্লেখ করেনি।

হুতি গোষ্ঠী এর আগে সর্বশেষ গত সেপ্টেম্বরে একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করার দাবি করেছিল। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলা জোরদার করেছে। 

এছাড়া হুতিরা ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেও গাজায় যুদ্ধ বন্ধ করার তেল আবিবকে চাপ দিচ্ছে। গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ১৬ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় ইতিমধ্যে ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ৯টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করার দাবি করেছে হুতিরা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অসংখ্য মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে থাকে, এর মধ্যে এমকিউ-৯ রিপার বহুল ব্যবহৃত। বড় আকৃতির এই ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহৃত হয়। এছাড়া এটি ১৬টি হেলফায়ার মিসাইল বহনে সক্ষম। ৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘণ্টা ধরে একটানা ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। দাম প্রায় ৩০ মিলিয়ন ডলার। 

 

হুতি গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তাদের যোদ্ধারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিজয় এবং প্রিয় ইয়েমেনের প্রতিরক্ষায় তাদের জিহাদি দায়িত্ব পালন চালিয়ে যাবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়