মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে।
রাজধানী পিয়ংইয়ং-এ নববর্ষ উদযাপন অনুষ্ঠানে মেয়ে জু আয়েকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন উন। অনুষ্ঠানে আতশবাজি এবং বরফনৃত্য প্রদর্শন করা হয়। এসময় উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে হাজির ছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে হাস্যোজ্জল উনকে দেখা গেছে। অবশ্য সেখানে কিমের কোনো বক্তব্যের কথা উল্লেখ করা হয়নি।
কেসিএনএ আগের দিন জানিয়েছিল, কিম জং উন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠিতে রাশিয়ার সাথে দেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ঢাকা/শাহেদ