ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:২০, ১ জানুয়ারি ২০২৫
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া

রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হওয়ার জন্য স্থল সীমান্ত নিয়ন্ত্রণ বাতিল করেছে। বুধবার এই পদক্ষেপের ফলে দেশ দুটির বাসিন্দারা ভিসা ছাড়াই শেনজেনভুক্ত দেশগুলোতে স্থল সীমান্ত দিয়ে ভ্রমণ করতে পারবে।

মঙ্গলবার মধ্যরাতের ঠিক পরেই বুলগেরিয়ার সীমান্ত শহর রুসের কাছাকাছি একটি সীমান্ত এলাকায় আতশবাজি পুড়িয়ে সীমান্ত খুলে দেওয়া হয়। এ সময় বুলগেরিয়া ও রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীরা দানিউব নদীতে থাকা বন্ধুত্বের সেতুতে প্রতীকীভাবে একটি ক্রসিং সরিয়ে দেন। 

২০২৪ সালের মার্চ মাসে বুলগেরিয়া ও রোমানিয়া থেকে আকাশ ও সমুদ্রপথে শেনজেন দেশগুলোতে ভিসা ছাড়া ভ্রমণের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল। কিন্তু অস্ট্রিয়া গত মাসে একটি ভেটো দেওয়ায় স্থল সীমান্ত পরীক্ষা অব্যাহত ছিল। কারণ এ দুটি সীমান্ত দিয়ে অনিয়মিত অভিবাসন বন্ধ করার জন্য আরো বেশি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে বর্তমানে শেনজেনভুক্ত অঞ্চলে রয়েছে ২৫টি দেশ। বাদ যাওয়া এই দুটি দেশ হচ্ছে সাইপ্রাস ও আয়ারল্যান্ড।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়