১০ দিন পর কুয়া থেকে শিশুকে জীবিত উদ্ধার
টানা ১০ দিন লাগাতার চেষ্টার পর ৭০০ ফুট গভীর কুয়া থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারতের রাজস্থানের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।
জীবিত অবস্থায় তিন বছরের সেই শিশুকে উদ্ধারের পর ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিশুটিকে পর্ষবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
২৩ ডিসেম্বর দুপুরে রাজস্থানের কোটওয়ালেতে খেলতে খেলতে ৭০০ ফুট গভীর ওই কুয়ায় পড়ে যায় চেতনা নামের তিন বছরের শিশুটি। প্রথমে সে কুয়ার ১৫ ফুট গভীরে আটকে ছিল। পরিবারের লোকেরা তাকে টেনে বার করার চেষ্টা করতে গেলে উল্টো আরো ১৫০ ফুট গভীরে পড়ে যায় সে। এর পর শুরু হয় উদ্ধারকাজ। টানা ১০ দিন ধরে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছিল গ্রামবাসীদের। বুধবার উদ্ধারকারী দলের সদস্যেরা পৌঁছে গিয়েছিল শিশুর কাছে। সন্ধ্যায় ওই শিশুকে জীবিত অবস্থায় কুয়ার বাইরে বার করে আনেন তারা।
ঢাকা/শাহেদ