ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:১৮, ২ জানুয়ারি ২০২৫
মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ১০

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আরটিসিজি জানিয়েছে, মন্টিনিগ্রোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সেটিঞ্জের স্থানীয় একটি রেস্তোরাঁয় বাদানুবাদের জেরে একটি ব্যক্তি বন্দুক হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন অ্যাকো মার্টিনোভিক নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি এখনও পলাতক রয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিলো সারানোভিক এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যে চার জন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তারা নিবিড় পরিচর্যায় রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও আটক করার প্রচেষ্টা চলছে। সেটিঞ্জে পুলিশের সব ইউনিট মোতায়েন করা হয়েছে।” 

তিনি আরো বলেন, “এটি একটি পরিস্থিতিগত ঘটনা। সংগঠিত অপরাধ গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত নয়।”

সারানোভিচ স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিটি লুকিয়ে রয়েছেন, এমন এলাকাটি চিহ্নিত করা হয়েছে। তিনি অস্ত্র আইন পর্যালোচনা করার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন। তার দাবি, এই হামলার সঙ্গে একটি অবৈধভাবে থাকা অস্ত্র জড়িত।

মন্টিনিগ্রো সরকার ২-৪ জানুয়ারি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। দেশটিতে সমস্ত পাবলিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এবং সারা দেশে পতাকা অর্ধনমিত করা হবে।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়