ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

নিউ ইয়র্কে নাইটক্লাবে বন্দুক হামলা, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:০৬, ২ জানুয়ারি ২০২৫
নিউ ইয়র্কে নাইটক্লাবে বন্দুক হামলা, আহত ১০

নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের একাধিক জায়গায় একের পর এক হামলার ঘটনা ঘটছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে গাড়ি উঠিয়ে দেওয়া হয়। এতে ১৫ জন মারা গেছে। এর কয়েক ঘণ্টা পরই লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি সাইবারট্রাকে বিস্ফোরণে নিহত হয় একজন।

নতুন বছরের প্রথম দিন বুধবার নিউ ইয়র্কে হয়েছে বন্দুক হামলাও। নিউইয়র্ক সিটির একটি নাইটক্লাবে গুলিতে ১১ জন আহত হয়েছেন। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় সময় বুধবার রাত ১১টা মিনিটের দিকে আমাজুরা নাইটক্লাবের সামনে বন্দুক হামলা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও অ্যাম্বুলেন্স।

আরো পড়ুন:

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) বলেছে, আহতদের চিকিৎসার জন্য লং আইল্যান্ড ইহুদি হাসপাতাল এবং কোহেনস চিলড্রেন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের কারোরই অবস্থা গুরুতর নয়। 

আমাজুরা নাইটক্লাবে নিয়মিত লাইভ পারফরম্যান্স ও ডিজে অনুষ্ঠান হয়। ক্লাবটিতে প্রায় ৪ হাজার মানুষ জমায়েতের জায়গা রয়েছে। স্থানীয় এএমএনওয়াই নিউজ জানিয়েছে, নাইটক্লাবটির প্রয়াত এক সদস্যের সম্মানে বুধবার রাতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করা হয়েছিল। ক্লাবের বাইরে প্রায় ৮০ জন জড়ো হয়ে ভেতরে যাওয়ার অপেক্ষায় ছিল, এসময় বন্দুক হামলার ঘটনা ঘটে।
 
এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। এমনকি এটি কোনো জঙ্গি হামলা কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এখনো এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি।

এর আগে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। অন্তত ৩৫ জন আহত হয়েছে।

নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে। এফবিআই এটিকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ উল্লেখ করে তদন্ত করছে।

এরপর আমেরিকার লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা কোম্পানির সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। বুধবারের এ বিস্ফোরণে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। বলা হচ্ছে, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো নিউ অরলিন্সে হামলা ও টেসলা সাইবারট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো সম্ভাব্য যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। কারণ উভয় ঘটনায় ব্যবহৃত গাড়ি একই প্ল্যাটফর্ম থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়