ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ট্রাক দিয়ে হামলাকারী কে এই জব্বার?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:২২, ২ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রে ট্রাক দিয়ে হামলাকারী কে এই জব্বার?

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে নববর্ষ উদযাপনকারীদের মধ্যে একটি পিকআপ ট্রাক দিয়ে চাপা দেওয়ার পরে ১৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। এ ঘটনায় সামরিক অভিজ্ঞ এক মার্কিন ব্যক্তি সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছে এফবিআই। পুলিশের গুলিতে নিহত ওই সন্দেহভাজন ব্যক্তির নাম শামসুদ্দিন জব্বার। তিনি টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। এফবিআই ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদ’হিসাবে তদন্ত করছে।

৪২ বছর বয়সী জব্বার ২০০৭ থেকে ২০২০ সালের মধ্যে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছিলেন। তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত আফগানিস্তানে মোতায়েন ছিলেন। জব্বার ২০১৭ সালে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে একটি ডিগ্রি অর্জন করেন।

এফবিআই জানিয়েছে, হামলায় ব্যবহৃত গাড়িতে একটি আইএসআইএল (আইএসআইএস) পতাকা পাওয়া গেছে। জব্বার কোনো ‘সন্ত্রাসী’ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কিনা তা নির্ধারণের চেষ্টা করছে ব্যুরো।

নিউ অরলিন্স সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হেলেনা মোরেনো জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি সম্পূর্ণ সামরিক পোশাক পরা ছিল এবং পুলিশ তার কাজকে ইচ্ছাকৃত বলে বর্ণনা করেছে।

আদালতের রেকর্ডগুলোতে দেখা যায়, জব্বার তার সাবেক স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় ২০২২ সালে খারাপ আর্থিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, তার বাড়ি কেনা বাবদ ২৭ হাজার ডলার বকেয়া রয়েছে এবং তার ক্রেডিট কার্ডের বকেয়া রয়েছে ১৬ হাজার ডলার এবং তিনি দ্রুত বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করতে চান।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়