ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

ফিলিস্তিনিদের ছিন্নভিন্ন দেহ আসছে গাজার হাসপাতালগুলোতে 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:২৯, ২ জানুয়ারি ২০২৫
ফিলিস্তিনিদের ছিন্নভিন্ন দেহ আসছে গাজার হাসপাতালগুলোতে 

হামাস নিশ্চুপ থাকার পরেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মানবিক অঞ্চলে আশ্রয় নেওয়া বেসামরিক ফিলিস্তিনিরাও হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েলি হামলায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া ফিলিস্তিনিদের দেহ গাজার হাসপাতালগুলোতে আনা হচ্ছে।

আল-জাজিরা জানিয়েছে,  বৃহস্পতিবার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে কমপক্ষে ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুধুমাত্র দেইর এল-বালাহ নয় বরং দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে ‘নিরাপদ মানবিক অঞ্চলে’ হামলা উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। আল-মাওয়াসিতে ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

আল-মাওয়াসিতে নিহতদের মধ্যেগাজার পুলিশ বাহিনীর প্রধান কর্মকর্তা ছিলেন।

উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় সাত বেসামরিক লোক নিহত হয়েছে। শাতি শরণার্থী শিবিরের কেন্দ্রীয় বাজারে হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেছেন যে ইসরায়েলি বাহিনী “পুরো গাজা উপত্যকাজুড়ে নির্মূল অভিযান চালাচ্ছে।”

মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি সেনারা দক্ষিণ আল-মাওয়াসিতে ‘গণহত্যা’ চালাচ্ছে।

তিনি বলেছেন, “বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে গাজা উপত্যকার প্রতিটি স্থানে (ইসরায়েলি) দখলদাররা গুলি চালাচ্ছে।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়