সিংহ অধ্যুষিত জঙ্গল থেকে ৫ দিন পর ৮ বছরের শিশুকে জীবিত উদ্ধার
জিম্বাবুয়ের সিংহ ও হাতি অধ্যুষিত জঙ্গল থেকে পাঁচ দিন পর আট বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
ম্যাশোনাল্যান্ড পশ্চিমের এমপি মুতসা মুরোম্বেজি এক্স-এ জানিয়েছেন, টিনোতেন্ডা পুডু নামের ওই শিশু বাড়ি থেকে ২৩ কিলোমিটার দূরে ‘বিপজ্জনক’ মাতুসাডোনা গেম পার্কে হারিয়ে যায়। স্থানীয় নায়ামিনিয়ামি সম্প্রদায়ের সদস্যরা অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান দল টিনোতেন্ডার দৃষ্টি আকর্ষণের জন্য পার্কের বাইরে প্রতিদিন ড্রাম বাজাতো।
মাটুসাডোনা গেম পার্কে প্রায় ৪০টি সিংহ রয়েছে। আফ্রিকান পার্কস অনুসারে, এক সময়ে, এখানে আফ্রিকার সর্বাধিক সিংহ ছিল।
পঞ্চম দিনে টিনোতেন্ডা পার্কের ভেতরে রেঞ্জারদের গাড়ির শব্দ শুনতে পেয়ে সেদিকে দৌঁড়ে যায়। তবে অল্পের জন্য সে গাড়িটিকে হারিয়ে ফেলে। সৌভাগ্যবশত, রেঞ্জাররা ফিরে আসেন এবং তারা মাটিতে শিশুর তাজা পায়ের ছাপ দেখতে পান। দলটি এবার নতুন উদ্যমে টিনোতেন্ডাকে খুঁজতে শুরু করে। খুঁজে না পাওয়া পর্যন্ত এলাকাটি অনুসন্ধান করেন।
মুতসা মুরোম্বেজি জানান, ছেলেটি তার বন্য জ্ঞান এবং বেঁচে থাকার দক্ষতা ব্যবহার করে পাঁচ দিন টিকেছিল। এই কয়দিন সে বন্যফল খেয়েছিল এবং পানির জন্য একটি লাঠি দিয়ে শুকনো নদীর তলদেশে ছোট কূপ খনন করেছিল। রাতে সে পার্কে থাকা উঁচু পাথরের খাঁজে ঘুমিয়ে থাকতো।
ঢাকা/শাহেদ