ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থাই প্রধানমন্ত্রীর ২১৭ হ্যান্ডব্যাগের দাম ২ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:১৯, ৩ জানুয়ারি ২০২৫
থাই প্রধানমন্ত্রীর ২১৭ হ্যান্ডব্যাগের দাম ২ কোটি ডলার

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রা সম্পদের পরিমাণ ৪০ কোটি ডলার। তার এই সম্পদের মধ্যে আছে দুই শতাধিক বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ, যেগুলোর মূল্য ২ কোটি ডলার!

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রার ছোট মেয়ে হলেন পেতংতার্ন। গত সেপ্টেম্বরে সিনওয়াত্রা পরিবারের চতুর্থ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। গত ২০ বছরের বেশিরভাগ সময় তার পরিবারই থাই সরকারের নিয়ন্ত্রণে ছিল।

জাতীয় দুর্নীতি বিরোধী কমিশনের কাছে প্রধানমন্ত্রী পেতংতার্ন সম্পদের তথ্য প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, পেতংতার্নের ৪০ কোটি ডলারের সম্পদ রয়েছে। তার এই সম্পদের মধ্যে রয়েছে ২ কোটি ডলার মূল্যের ২১৭টি বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ, ৫০ লাখ ডলার মূল্যের ৭৫টি হাতঘড়ি। এছাড়া যুক্তরাজ্য ও জাপানসহ কয়েকটি দেশে বাড়ি আছে। তার বিনিয়োগের পরিমাণ প্রায় ৩২ কোটি ডলার। এছাড়া তার আমানত ও নগদ অর্থের পরিমাণ প্রায় আড়াই কোটি ডলার।

পেতংতার্নের বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রা এক সময় ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন। তিনি টেলিকম ব্যবসার সঙ্গে জড়িত। 

ফোর্বসের তথ্য অনুযায়ী, থাকসিনের সম্পদের পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন ডলার। যার মাধ্যমে তিনি থাইল্যান্ডের শীর্ষ ১০ ধনীর মধ্যে অন্যতম হিসেবে জায়গা করে নিয়েছেন।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়