প্রায় ৬ হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার
১৮০ জন বিদেশি নাগরিকসহ প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটির ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের স্বাধীনতা দিবস ৪ জানুয়ারি। এদিন ৫ হাজার ৮৬৪ জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার। সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি দেওয়া হবে।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মিয়ানমার। এই দিন মিয়ানমারে জাতীয় ছুটি এবং দেশজুড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এরপর গণতন্ত্রপন্থি বিক্ষোভকে সহিংসভাবে দমন করতে গিয়ে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহের জন্ম হয়।
সম্প্রতি বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের ব্যাপক লড়াই চলছে। মিয়ানমারের অনেক এলাকা জান্তা সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা।
জান্তা সরকার বলেছে, এ বছরই তারা নির্বাচন দেবে। তবে বিরোধীরা সরকারের এ বক্তব্যকে প্রহসন বলে আখ্যা দিয়েছে।
ঢাকা/ফিরোজ