ইসরায়েলের কাছে ৮০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
ইসরায়েলের কাছে ৮০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এ সংক্রান্ত প্রস্তাব কংগ্রেসকে জানিয়েছে। কর্মকর্তারা শুক্রবার বলেছেন, ওয়াশিংটন তার মিত্রদের প্রতি সমর্থন বজায় রাখছে।
অস্ত্র বিক্রির এই চুক্তির জন্য প্রতিনিধি পরিষদ এবং সিনেট কমিটিগুলোর অনুমোদনের প্রয়োজন হবে। যেসব সমরাস্ত্র বিক্রি করা হবে তার মধ্যে রয়েছে যুদ্ধবিমান,আক্রমণকারী হেলিকপ্টার এবং আর্টিলারি শেল। এছাড়া এই প্যাকেজে ছোট ব্যাসের বোমা এবং ওয়ারহেডও রয়েছে।
গাজায় নির্বিচারে গণহত্যার অভিযোগে বিক্ষোভকারীরা কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছে। কিন্তু ইসরায়েলের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনেকাংশে অপরিবর্তিত রয়েছে। আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ২০ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল।
বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা ইসরায়েলকে গাজায় হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের মতো ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে রক্ষায় সহায়তা করছে।
ঢাকা/শাহেদ