ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:২৭, ৪ জানুয়ারি ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৮

গাজা উপত্যকায় নির্বিচারে বেসামরিক নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার ভোরে ইসরায়েলি হামলায় শহরে ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১১ জনই একই পরিবারের সদস্য।

বাসিন্দা এবং চিকিৎসকরা জানিয়েছেন, আল-ঘৌলা পরিবারের বাড়িতে শনিবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ১১ জন নিহত হয়। এদের মধ্যে সাতজনই শিশু।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, “বাড়িতে, যেখানে বেশ কয়েকজন বাস্তুচ্যুত লোক ছিল, তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এটি একটি দ্বিতল ভবন ছিল। বেশ কিছু লোক এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ইসরায়েলি ড্রোন অ্যাম্বুলেন্স কর্মীদের উপরও গুলি চালাচ্ছে।”

আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের পূর্বে তুফাহ এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণে তিন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে একদল লোকের উপর ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়