ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

প্রেসিডেন্ট ইওলের পক্ষে-বিপক্ষে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৪ জানুয়ারি ২০২৫  
প্রেসিডেন্ট ইওলের পক্ষে-বিপক্ষে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

সাময়িক বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পক্ষে ও বিপক্ষে হাজার হাজার মানুষ দক্ষিণ কোরিয়ার রাজধানীতে সমাবেশ করেছে। শনিবার সিউলে এ পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারি করেছিলেন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন। এই সিদ্ধান্তের জন্য অভিশংসিত করে তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করে দেশটির এক আদালত। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পরেও শুক্রবার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস) বাধা দেওয়ায় এ প্রচেষ্টা ব্যর্থ হয়।

ইউনের পক্ষে এবং বিপক্ষে হাজার হাজার বিক্ষোভকারী শনিবার সিউলের বাসভবনের সামনে এবং প্রধান সড়কগুরোর পাশে জড়ো হয়েছিল। এদের একাংশ ইউনকে গ্রেপ্তারের দাবিতে আবার আরেক অংশ তার অভিশংসনকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে।

ইউনের সমর্থক ৬০ বছর বয়সী কিম চুল-হং বলেছেন, তাকে গ্রেপ্তার করা যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা জোটকে দুর্বল করতে পারে।

তিনি বলেছেন, “প্রেসিডেন্ট ইউনকে রক্ষা করা মানে উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করা।”

অপরদিকে, দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শ্রমিক সংগঠন কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের সদস্যরা ইউনের বাসভবনের দিকে তার বিক্ষোভ মিছিলের চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশ জানিয়েছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইউনিয়নের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়