ভারী তুষারপাতে যুক্তরাজ্যে জনজীবন বিপর্যস্ত
যুক্তরাজ্যে ভারী তুষারপাত এবং বিরল তুষার ঝড়ের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। প্রায় ১২ শতাধিক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শীতল আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকার কারণে বিভিন্ন এলাকায় দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, দেশটিতে শনিবার (৪ জানুয়ারি) থেকে রবিবার (৫ জানুয়ারি) পর্যন্ত দুটি অ্যাম্বার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা আরো ভারী তুষারপাত এবং বিরল হিমশীতল বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। একটি সতর্কতা শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার মধ্যাহ্ন পর্যন্ত ওয়েলস এবং মধ্য ইংল্যান্ডসহ উত্তর-পশ্চিম শহরগুলোকে কভার করবে, যার মধ্যে লিভারপুল এবং ম্যানচেস্টারও রয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় সতর্কতা শনিবার রাত ৯টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত উত্তর ইংল্যান্ড, যেমন লিডস, শেফিল্ড এবং লেক ডিস্ট্রিক্ট সহ বিভিন্ন অঞ্চলে কার্যকর থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উভয় সতর্কীকরণ এলাকায় ব্যাপকভাবে ৩ সেমি থেকে ৭ সেমি তুষারপাত হতে পারে এবং নিচু এলাকাগুলোতে তুষারপাতের সঙ্গে বৃষ্টিও মিশে যেতে পারে।
আবহাওয়া অফিস আরো যোগ করেছে, গ্রামীণ কিছু এলাকায় ৩০ সেমি পর্যন্ত তুষারপাত হতে পারে, এর ফলে ওই এলাকাগুলো বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।
শনিবার তুষারপাত এতটাই ভারী ছিল যে, ব্রিস্টল বিমানবন্দর রাত ১১টা পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ১৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।
বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, এই কঠিন আবহাওয়া পরিস্থিতির কারণে রবিবারও বিমান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে।
ঢাকা/ফিরোজ