এক দশকের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মুখে যুক্তরাষ্ট্র
এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত এবং সবচেয়ে ঠান্ডা তাপমাত্রার সম্মুখীন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু হওয়া ঝড়টি আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে।
বিবিসি জানিয়েছে, কেন্টাকি ও ভার্জিনিয়া রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মিসিসিপি ও ফ্লোরিডাসহ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশের বাসিন্দারা তীব্র ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত নয়। ওই সেসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মেরু ঘূর্ণি, আর্কটিকের চারপাশে সঞ্চালিত ঠান্ডা বাতাসের একটি অঞ্চলের কারণে চরম আবহাওয়ার সৃষ্টি হচ্ছে।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, “কারো কারো জন্য, এটি এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে।”
অ্যাকুওয়েদারের পূর্বাভাসক ড্যান ডিপডউইন বলেছেন, “এটি ২০১১ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ঠান্ডা জানুয়ারি হতে পারে।”
এই তাপমাত্রা এক সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।
এনডব্লিউএস জানিয়েছে, রবিবারের মধ্যে “দৈনিক জীবনে যথেষ্ট ব্যাঘাত” এবং “বিপজ্জনক বা অসম্ভব ড্রাইভিং পরিস্থিতি” সৃষ্টি হবে। কানসাস এবং ইন্ডিয়ানার কিছু এলাকায় কমপক্ষে আট ইঞ্চি তুষারপাত হতে পারে। মধ্য-পশ্চিমের কিছু অংশে তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে।
ঢাকা/শাহেদ