ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে আক্রমণ শুরু ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৫ জানুয়ারি ২০২৫  
রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে আক্রমণ শুরু ইউক্রেনের

ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে আক্রমণ শুরু করেছে। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের হামলাকারী গোষ্ঠীগুলোকে ধ্বংস করার চেষ্টা চলছে। 

ইউক্রেনের কর্মকর্তারাও রাশিয়ায় নতুন অভিযান পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন।

গত বছরের আগস্টে ইউক্রেন প্রথম রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের অনুপ্রবেশ শুরু করে এবং একটি বিশাল অংশ দখল করে। সাম্প্রতিক মাসগুলোতে, রাশিয়ান বাহিনী এই অঞ্চলে বড় সাফল্য অর্জন করেছে এবং ইউক্রেনীয়দের পিছনে ঠেলে দিয়েছে। অবশ্য তাদের সম্পূর্ণভাবে ওই অঞ্চল থেকে বের করে দিতে ব্যর্থ হয়েছে।

রবিবার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “মস্কোর সময় সকাল ৯টার দিকে কুরস্কের দিকে রাশিয়ান সেনাদের আক্রমণ বন্ধ করার জন্য শত্রুরা দুটি ট্যাংক নিয়ে সমন্বিত আক্রমণ শুরু করে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, “কুরস্ক অঞ্চল থেকে ভালো খবর এসেছে” এবং রাশিয়া “যা তার প্রাপ্য তা পাচ্ছে।”
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়