৩ দিনে গাজায় নিহত ২ শতাধিক ফিলিস্তিনি
ইসরায়েলি হামলায় গত তিন দিনে গাজাজুড়ে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের প্রায় সবাই বেসামরিক নাগরিক। রবিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ইসরায়েলি বিমান হামলায় মধ্য গাজার নুসেইরাত ক্যাম্পের একটি বাড়িতে পাঁচজন নিহত হয়েছে। অপর একটি বিমান হামলায় ছিটমহলের উত্তর প্রান্তে জাবালিয়াতে আরো চারজন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়।
রবিবার সকালে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে।
গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় শনিবার গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরো চারজনের খোঁজে রবিবার সকালে তল্লাশি চালানো হয়।
৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়।
ঢাকা/শাহেদ