ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানো হবে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ৫ জানুয়ারি ২০২৫  
সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানো হবে

দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর সরকারি খাতের অনেক কর্মচারীর বেতন ৪০০ শতাংশ বাড়ানো হবে। সিরিয়ার অর্থমন্ত্রী রবিবার এ ঘোষণা দিয়েছেন।

বিপুল পরিমাণে এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার খরচ হবে বলে অনুমান করা হয়েছে। বিদ্যমান রাষ্ট্রীয় সংস্থান ও আঞ্চলিক সহায়তা, নতুন বিনিয়োগ এবং বিদেশে রক্ষিত সিরিয়ার সম্পদগুলো মুক্ত করার প্রচেষ্টার সংমিশ্রণের মাধ্যমে এই অর্থায়ন করা হবে।

সিরিয়ার তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ রয়টার্সকে বলেন, “(এটি) দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ।”

তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের চলতি মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে। 

আবাজেদ আরো জানান, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে সরকারিকর্মচারীদের বেতন ছিল প্রতি মাসে প্রায় ২৫ ডলার। এটি দেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যাকে দারিদ্র্য সীমার নীচে রেখেছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়