বন্দি বিনিময়: বাংলাদেশের ৯০, ভারতের ৯৫ মৎস্যজীবী ঘরে ফিরলেন
ভারত আর বাংলাদেশ একে অপরের দেশে আটক মোট ১৮৫ জন মৎস্যজীবী বা জেলেকে মুক্তি দিয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বঙ্গোপসাগরের পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় কোস্টগার্ড ও বাংলাদেশের কোস্টগার্ডের মধ্যে বন্দি বিনিময়ের আয়োজন করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ভারতীয় কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশি পক্ষ ৯৫ জন জেলে এবং ছয়টি মাছ ধরার ট্রলার ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতীয় কোস্টগার্ড ডুবে যাওয়া মাছ ধরার নৌকা ‘কৌশিক’ থেকে উদ্ধার করা ১২ জনসহ ৯০ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে।
একে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবাসনের প্রক্রিয়াটি এমন সময়ে হলো, যখন দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কে চলছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমায় ‘অবৈধভাবে’ মাছ ধরার অভিযোগে দেশটির কোস্টগার্ড ৬টি ভারতীয় ট্রলার আটক করে। ওই ট্রলারগুলোতে ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। তাদের গ্রেপ্তার করে বন্দি করা হয় বাংলাদেশের জেলে।
একই ধরনের অভিযোগে গত ১০ ডিসেম্বর ৭৮ মৎসজীবীসহ দুটি বাংলাদেশি ট্রলার আটক করে ভারতীয় কোস্ট গার্ড। তাদের গ্রেপ্তার করে ভারতীয় জেলে বন্দি রাখা হয়। এরপরেই বন্দিদের ফেরাতে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়।
গত ২৬ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ভারতের ৯৫ জেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং তাদের ট্রলার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
ভারতের পক্ষ থেকেও একই পদক্ষেপ নেওয়া হয়। ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল রবিবার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বাংলাদেশ ও ভারতীয় মৎসজীবীরা আজ সোমবার নিজেদের ঘরে ফিরবেন বলে জানা গেছে।
ঢাকা/ফিরোজ