নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আরো ৪ দেশ
নেপাল-তিব্বত সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে চীন, ভারত, ভুটান ও বাংলাদেশে ব্যাপক কম্পন সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে এই দেশগুলোর বিভিন্ন অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) নেপাল-তিব্বত সীমান্তে স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ভূমিকম্পের জেরে দিল্লি, বিহারের পাটনা, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং সিকিমের গ্যাংটক সহ বেশ কয়েকটি বড় ভারতীয় শহর উল্লেখযোগ্য কম্পন অনুভব করেছে। তিব্বতের শিগাৎসে শহর ব্যাপক কম্পন অনুভব করেছে। বাংলাদেশের ঢাকাও কম্পন অনুভব করেছে। নেপালের কাঠমান্ডুতেও কম্পনের প্রভাব অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি নেপাল-তিব্বত সীমান্তের নিকটবর্তী জিজাং-এ সকাল ৬ টা ৫০ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গোকর্ণেশ্বর।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের মতে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
নেপাল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত। যার কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটি সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।
২০১৫ সালের ২৫ এপ্রিল পোখারা ও কাঠমান্ডুর মধ্যে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ৮ হাজার ৯৬৪ জনের প্রাণহানি ঘটেছিল। আহত হয়েছিলেন ২২ হাজার মানুষ।
ঢাকা/ফিরোজ