শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ভারতের সাবেক হাইকমিশনারের
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা গুমের অভিযোগের বিশ্বাসযোগ্যতা এবং প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বীনা সিক্রি। তার দাবি এই অভিযোগগুলোর পিছনে সত্যের অভাব রয়েছে।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন ৭৭ বছর বয়সি শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বীনা সিক্রি দাবি করেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা গুমের অভিযোগের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কমিশন যথেষ্ট প্রমাণ খুঁজে পায়নি।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) জারি করা দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করে ভারতের সাবেক এই কূটনীতিক বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা এটি। এটি গুমের বিষয়ে... আপনি যদি প্রথম গ্রেপ্তারি পরোয়ানার কথা বলেন, তবে এটি তথাকথিত গণহত্যার বিষয়ে ছিল। কিন্তু এ সংক্রান্ত কোনো তথ্য নেই এবং যখন জাতিসংঘের মানবাধিকার কমিশনকে জুলাই, আগস্টে প্রাণহানির প্রতিবেদন দিতে বলা হয়েছিল, তখন তারা বলেছিল যে আমাদের কোনো প্রমাণ দেওয়া হয়নি... এফআইআর কি আছে? এমন কিছু নেই...”
তিনি বলেন, “প্রত্যর্পণের অনুরোধ একটি দীর্ঘ আইনি মামলা। আপনাকে যে প্রমাণগুলোর কথা বলেছেন সেগুলো দিতে হবে... এর কিছুই করা হয়নি। এখন বলপূর্বক গুমের প্রশ্ন, আপনি কেবল এমনটাই বলতে পারে। যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই জোরপূর্বক গুম করার জন্য দায়ী এবং এটি বেগম খালেদা জিয়ার আমলে গঠন করা হয়েছিল এবং তখন থেকেই তাদের বিরুদ্ধে এসব অভিযোগ রয়েছে। তারপর এটা একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। কিন্তু এখন হঠাৎ করেই মামলা করে ১২ জনকে আসামি করা হলো। আমি মনে করি না এই মামলাগুলো কোনো গুরুত্ব বহন করে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে করা মামলায় সোমবার শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ১২ জনের মধ্যে সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানও রয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
ঢাকা/শাহেদ