ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

মালদা সীমান্তে উত্তেজনা, স্থানীয়দের পাল্টাপাল্টি স্লোগান

কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৭ জানুয়ারি ২০২৫  
মালদা সীমান্তে উত্তেজনা, স্থানীয়দের পাল্টাপাল্টি স্লোগান

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতার দেওয়াকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধ্যবর্তী সীমান্তে।

পশ্চিমবঙ্গের মাহাদিপুর ও চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের কাছে বৈষ্ণবনগর সীমান্ত। সোমবার এখানকার প্রায় ১০০ মিটার উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। একে কেন্দ্র করে এই সীমান্তসংলগ্ন দুই দেশের স্থানীয় মানুষ জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুপ্রবেশের আশঙ্কা থেকে সীমান্তের উন্মুক্ত স্থানগুলোতে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত, যা দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একাধিকার বলাও হয়েছে।

মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় ১০০ মিটার দীর্ঘ সীমান্তে সোমবার বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করলে তাতে আপত্তি জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফলে মাঝপথেই বন্ধ করে দিতে হয় কাজ।

এ খবর সীমান্তের দুই পাশের স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়।  সীমান্ত-সংলগ্ন ভারতীয়রা সেখানে জড়ো হয়ে ভারতের পক্ষে স্লোগান দিতে থাকে। পাল্টা স্লোগান দেয় বাংলাদেশিরাও।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সোমবারই পতাকা বৈঠক হয়।  ওই বৈঠকের পর মঙ্গলবার সকাল থেকে আবার কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে বিএসএফ।

এ বিষয়ে মালদার জেলাশাসক নিতিন সিংঘানিয়া বলেন, সাময়িক বাদানুবাদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তবে পরে তা স্বাভাবিক হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে।  মালদা সীমান্তে বিএসএফের পাশাপাশি পুলিশও তদারকি করছে।

পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেছেন, “এটা দিল্লি সরকার দেখছে। আমাদের বিএসএফ সেখানে মজুদ আছে। এ ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই।”

দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেছেন, “আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি। আমাদের এখানে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হলে সেখানে বিজিবি আসে। তারা বলে, জায়গাটা তাদের। তারা কাজ বন্ধের চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেখানকার স্থানীয় মানুষ প্রতিবাদ করে।”

অম্লান ভাদুরী বাংলাদেশিদের আন্তর্জাতিক আইন ও চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এগুলো তাদের মেনে চলা উচিত।

ঢাকা/সুচরিতা/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়