ইরানে ১ বছরে ৯ শতাধিকের মৃত্যুদণ্ড
গত বছর ইরানে নয় শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে মধ্যে ডিসেম্বরের এক সপ্তাহে ৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থার প্রধান ভলকার তুর্ক বলেছেন,“এটি গভীরভাবে উদ্বেগজনক যে আবারো আমরা ইরানে বছরের পর বছর মৃত্যুদণ্ডের শিকার লোকদের সংখ্যা বৃদ্ধি দেখতে পাচ্ছি।” ২০২৪ সালে কমপক্ষে ৯০১ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
তুর্ক বলেছেন, “ইরানের মৃত্যুদণ্ডের এই নিরন্তর বৃদ্ধির জোয়ারকে থামানোর এখনই সময়।”
ইরান হত্যা, মাদক পাচার, ধর্ষণ এবং যৌন নির্যাতনসহ বড় অপরাধের জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীন ছাড়া অন্য যেকোনো দেশের তুলনায় প্রতি বছর ইরান বেশি লোককে মৃত্যুদণ্ড দেয়। বিষয়টির কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায় না।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত বছরের বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মাদক সংক্রান্ত অপরাধের জন্য। তবে ২০২২ সালের বিক্ষোভের সাথে যুক্ত ব্যক্তিদেরও মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছিল।
ঢাকা/শাহেদ