ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

তালেবানের সঙ্গে বন্দি বিনিময় চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৭ জানুয়ারি ২০২৫  
তালেবানের সঙ্গে বন্দি বিনিময় চায় যুক্তরাষ্ট্র

আল কায়েদা সাবেক নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গুয়ানতানামো বেতে আটক অন্তত একজন হাই প্রোফাইল বন্দির বিনিময়ে আফগানিস্তানে আটক আমেরিকানদের মুক্তির জন্য আলোচনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন জার্নাল এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এ ব্যাপারে অবশ্য কোনো মন্তব্য করেনি। আফগান তালেবানের প্রতিনিধিরাও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

ওয়াশিংটন জার্নাল জানিয়েছে, বাইডেন প্রশাসন ২০২২ সালে আটক তিনজন আমেরিকান - রায়ান করবেট, জর্জ গ্লেজম্যান এবং মাহমুদ হাবিবিকে মুক্তির বিনিময়ে মুহাম্মদ রহিম আল-আফগানিকে ছেড়ে দিতে চাইছে।

২০২২ সালের আগস্টে করবেট এবং হাবিবিকে পৃথক ঘটনায় আটক করেছিল তালেবান। গ্লেজম্যানকে ওই বছরই আটক করেছিল তালেবান।

মুহাম্মদ রহিম আল-আফগানিকেআফগানিকে আল কায়েদার শীর্ষ পর্যায়ের অপারেটিভ হিসাবে বর্ণনা করছে যুক্তরাষ্ট্র। তাকে ২০০৮ সালে সিআইএ হেফাজত থেকে গুয়ানতানামোতে স্থানান্তর করা হয়েছিল।

ওয়াশিংটন জার্নাল জানিয়েছে, গত বছরের জুলাই মাস থেকে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনা চলছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়