মেক্সিকো উপসাগরের নাম পাল্টে ‘আমেরিকা’ রাখতে চান ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মেক্সিকো উপসাগরের (গালফ অব মেক্সিকো) নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর (গালফ অব আমেরিকা) করার পরিকল্পনা করছেন। তিনি এই পদক্ষেপটিকে ‘উপযুক্ত’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে অভিবাসী ইস্যুতে মেক্সিকো সরকারের কড়া সমালোচনা করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ট্রাম্প। খবর সিবিএস নিউজের।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি। যেখানে একটি সুন্দর বলয় রয়েছে। অনেকগুলো অঞ্চলকে ছুঁয়ে থাকা এই উপসাগরের উপযুক্ত নাম আমেরিকা উপসাগর। কী সুন্দর নাম। এটিই উপযুক্ত।’
ট্রাম্প আরো বলেন, “মেক্সিকো সরকারকে লাখ লাখ লোককে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করতে হবে।”
প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে মেক্সিকো দিয়ে আসা অভিবাসীদের ঠেকাতে সীমান্তে উঁচু বেড়া নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন ট্রাম্প। প্রতিবেশী দেশটিকে আবারও নিশানা করে তিনি বলেন, “এটা (মেক্সিকো) একটা বিপজ্জনক দেশ।”
ট্রাম্পের মিত্র রিপাবলিকান কংগ্রেস সদস্য মারজোরি টেলর গ্রিন বলেছেন, তিনি বৃহস্পতিবার সকালে উপসাগরের নাম বদল করার প্রস্তাবটি কংগ্রেসে পেশ করবেন।
এর আগে মজা করে কখনো কানাডা দখল করে নেওয়ার ‘ইঙ্গিত’, কখনো গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব করেছেন ট্রাম্প। আবার কখনো পানামা খাল পুনর্দখলের বার্তাও দিয়েছেন এই রিপাবলিকাননেতা। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার আগেই তার একের পর এক হুমকিতে হৃদস্পন্দন বাড়ছে বিশ্বের।
ঢাকা/ফিরোজ