চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প
চীনে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিংহাই প্রদেশের কিছু অংশে এ কম্পন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিস্তীর্ণ কিংহাই-তিব্বতীয় মালভূমি মঙ্গলবার থেকে ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে। এর মধ্যেতিব্বতের হিমালয়ের পাদদেশে ৬ দশমিক ৮ মাত্রার এবং সিচুয়ানে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে।
চীন আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, কিংহাই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। স্থানীয় সময় বিকেল ৩ টা ৪৪ মিনিটে এটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৪ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি মাদোইয়ের কাউন্টি থেকে প্রায় ২০০কিলোমিটার পশ্চিমে ছিল। এই শহরটি প্রধানত তিব্বতিদের আবাসস্থল।
কিংহাই-তিব্বতীয় মালভূমির প্রান্ত এলাকাগুলোতে প্রায়ই ভূমিকম্প হয়। গত পাঁচ বছরে এই এলাকায় ৩ বা এর বেশি মাত্রার ১০২টি ভূমিকম্প হয়েছে। ২০২১ সালে সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ৪ মাত্রার।
ঢাকা/শাহেদ